বুধবার ভারতের বাজারে লঞ্চ হল Realme X2 Pro ।
এর আগে অক্টোবর মাসে চিনে লঞ্চ করেছিল এই ফোনটি Realme
Realme X2 Pro  ফোনটিতে আছে  Snapodragon 885+ চিপসেট ।
এই শব্দটা ব্যবহার করা হয়েছে FHD+ AMOLED  ডিসপ্লে ।
 ডিসপ্লে তে থাকছে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার ।
পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে ফোনের ডিসপ্লের উপর
 ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ।



Realme X2 Pro দাম 


8GB Ram +128GB স্টোরেজ Realme X2 Pro  এর দাম দাম হল 29,999 টাকা ।
12GB Ram +256GB স্টোরেজ Realme X2 Pro  এর দাম দাম হল 33,999 টাকা ।
দুইটি  রঙে পাওয়া যাবে  Realme X2 Pro ।


Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম উপরে colorOS 6.1 স্কিন চলবে ।
এই ফোনের ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED  ডিসপ্লে ।
ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা ।
প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Samsung GW1  সেন্সর ।





কানেকটিভিটির জন্য Realme X2 Pro  
মনে থাকছে ৪G LTE 802. 11ac, Bluetooth
  v5.0, GPS/ A-GPS,NFC, USB Type-c পোর্ট
আর 3.5 মিমি অডিও জ্যাক ।
ফোনের ভিত্রে থাকছে  4,000 mAh ব্যাটারি ।
সাথে থাকছে 50W ফাস্ট চাজ সাপোট ।
Realme X2 Pro এর ওজন 199 গ্রাম ।

Post a Comment

Previous Post Next Post