MX Player বর্তমানে এটি সবার কাছে খুব জনপ্রিয়। 

তার পরেও যদি আপনি নতুন কোন প্লেয়ার খুজে থাকেন তার জন্য সেরা 8 টি প্লেয়ার নিয়ে কথা বলবো। 



1. VLC Player 

এটি উইন্ডোজ এ অনেক জনপ্রিয়। অ্যান্ড্রয়েড ব্যবহার কারিরাও VLC Player সেম ফিচার ব্যবহার করতে পাবে। এটি অনেকটাই MX Player এর মতোই। VLC Player এ অডিও এবং ভিডিও দুটাই ব্যবহার করতে পারবেন।
অন্য কোন প্লেয়ার যদি ব্যবহার করতে সমস্যা হয় তাহলে VLC Player চালাতে পারেন। 

2. X Player 

এক্স প্লেয়ারটি প্লে স্টোর 5 মিলিয়ন এর উপরে ডাউনলোড এবং 4.8 রেটিং আছে। এক্স প্লেয়ার কিছু বৈশিষ্ট্য আছে। ব্যক্তিগত ফাইল ব্যবহার করতে পারবেন যা আপনি পাসওয়ার্ড এর মাধ্যমে ফাইল কে নিরাপদ রাখতে পারবেন।
ওয়াইফাই থাকলে ভিডিও টিভিতে লাইন করে দেখতে পারবেন।

3. GOM Player

জিওএম প্লেয়ার এর শক্তিশালী কারনে মানুষের কাছে জনপ্রিয়। এটি গুগল ড্রাইভ ড্রপবক্স ওয়ান ড্রাইভ থেকে ফাইল ভিডিও দেখার সুবিধা আছে। 
  1. স্কিনশট নেওয়ার সুবিধা পাবেন। 
  2. 360 ড্রিগি মোডে ভিডিও দেখতে পাবেন। 

4. KM Player 

এটি একটি অসাধারণ প্লেয়ার কেএম প্লেয়ার ইংলিশ  ভিডিও বাংলা সাবটাইটেল করে দেখতে পারবে। ডারক মোড করে ছবি দেখতে পাবে। 



5. Mobo player


এই প্লেয়ার এর মাধ্যমে যে কোন ভিডিও কে আপনি  আপনার মতো করে ডারক মোড করে দেখতে পাবেন। এই প্লেয়ার আপনার চোখের কোন সমস্যা হবেনা । 


এছাড়াও আপনার কাছে  যদি অন্য  কোন প্লেয়ার  ভালো লাগে সেটাও আমাদের কে জানাতে পারেন।

Post a Comment

Previous Post Next Post