মাউস কালার ও সাইজ চেঞ্জ করুন । Change the mouse color and size


উইন্ডোজ ১০ মাউস কালার ও সাইজ পরিবর্তন করুন। 

 প্রতিদিন একই জিনিস দেখতে সবারি বিরক্ত লাগে।
 আর সেই কথা ভেবেই উইন্ডোজ ১০ এ বিরক্তি দূর করার জন্য আপনি 
চাইলেই আপনার কম্পিউটারে মাউস পয়েন্টার কালার ও সাইজ পরিবর্তন করতে পারবে। 
 উইন্ডোজ ১০ মাউস এবং কার্সার কালার পরিবর্তন করতে চাইলে নিচের নিদর্শনা গুলো ফলো করুন। 


 1. ওপেন Settings app 



 2. Ease of Access অপশনে যান।

  


 3. বাম দিকে ভিশনের নিচে Cursor & pointer ক্লিক করুন।



 4. ডানদিকে রঙিন মাউস কার্সারটি কে সিলেট করুন।



 5. নিচে কালার বক্স থেকে কালার বাছাই করুন। 



 6. পছন্দের কালার তৈরি করতে Pick a custom pointer color বোটম এ চাপ দেন। 



 7. মাউস পয়েন্টার সাইজ পরিবর্তন করতে Change pointer size টান দিয়ে বড় করে নিন। 


 উপরের বণির্ত সুবিধা গুলো পেতে উইন্ডোজ 10 বিল্ড 18298 তারও বেশি হওয়ার লাগবে। তানাহলে আপনি প্রচলিত সাদা কালো মাউস পয়েন্টার এর মাধ্যমে সীমাবদ্ধ থাকতে হবে।  





Post a Comment

Previous Post Next Post